স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের জামায়াত মনোনীত দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
২৯ ডিসেম্বর মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খাদিজা আক্তারের কাছে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির মোঃ ফারুক আহমেদ, সাবেক আমির ও মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাইসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।