অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনার শিকার জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌপুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্যটি জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার পাইরেটস অব সুন্দরবন নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা এক পর্যটক বিষয়টি কোস্টগার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে যায়। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ আরও ২০জন পর্যটককে উদ্ধার করে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল- হক বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।