January 10, 2026, 1:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বাড়ছে চুরির আতঙ্ক ; বাদ যাচ্ছে না চায়ের দোকানও চট্টগ্রামে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার ; গ্রেপ্তার ৭ কৃষি জমির উপরের স্তর কর্তন-খনন-ভরাট করলেই দুই বছরের কারাদণ্ড : ভূমি মন্ত্রণালয় ছাত্রসংসদের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না : বিএনপি মহাসচিব সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত বগুড়ায় দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে : জামায়াতের প্রার্থী ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা গাজায় ইসরাইলি হামলায় ৫ শিশুসহ ১৩ জন নিহত আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান সত্বেও দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য প্রবেশ করছে বন্যার স্রোতের ন্যায়

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মাদকদ্রব্য প্রবেশ করছে বন্যার স্রোতের ন্যায়। বিজিবির ব্যাপক অভিযানে প্রতিদিন মাদক আটক হলেও সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চোরাচালানীরা দেশের ভিতর তা ব্যাপকহারে পাঠাতে সক্ষম হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিজিবির প্রেস বিজ্ঞতিতে জানা যায়, বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্যামকুড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মাইলবাড়িয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশে কাঁচা রাস্তার উপর হতে হাবিলদার প্রদীপ কুমার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, ৮ জানুয়ারি বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খোশালপুর গ্রামের মোঃ আজিজুল ইসলাম এর মেহগনি বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার শ্রী তাপস সরকার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১০ বোতল মদ এবং ৬৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, ৮ জানুয়ারি দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বেলেআটি নামক স্থানে রাস্তার পার্শ্ব হতে হাবিলদার মোঃ শহর আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া, ৮ জানুয়ারি বেলা ১১টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের বিপুল এর আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আবুল হাসান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বেনীপুর গ্রামের কাঁচা রাস্তার পার্শ্ব হতে হাবিলদার রাহুল বড়ুয়া এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২১৩ বোতল ভারতীয় (win cerex) সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।

এছাড়া, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মোঃ এনামুল এর ঘাসের জমির মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ শহর আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২০০০ পিস ভারতীয় ঔষধ (Dexamethasone Tablets এবং Cyproheptadine Hydrochloride Tablets) উদ্ধার করা হয়।

তাছাড়া, গত ৭ জানুয়ারি সন্ধ্যায়  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার নতুন পাড়া গ্রামের সাগরের আম বাগানের মধ্যে হতে হাবিলদার শ্রী গোবিন্দ কুমার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিজিবির অভিযানে প্রদিদিনই কিছু না কিছু আটক হলেও অধিকাংশ মাদক চোরাচালানী ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে।

দেশকে বাচাতে ও দেশের যুব সমাজকে রক্ষা করতে বিজিবির গোয়েন্দা ও র‌্যাবের গোয়েন্দরা যদি সীমান্তবর্তী গ্রামগুলোতে গেয়েন্দা তৎপরতা চালিয়ে মাদক চোরাচালানীদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে তবেই মাদক চোরাচালান নিয়ন্ত্রন করা যেতে পারে। এবিষয়ে প্রশাসনিক পদক্ষেপ জরুরী হয়ে পড়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page