এম এ কবীর, ঝিনাইদহ : তীব্র হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসহায় আর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষে। কনকনে এই শীতে সমাজের অসহায় শীতার্তদের কিছুটা উষ্ণতা দিতে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাখা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে সংস্থার সদর উপজেলা শাখার সভাপতি আহম্মেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর।
সংস্থার সাধারন সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান, নির্বাহী সদস্য ডাঃ মুন্সী রেজা সেকেন্দার, কামরুজামান পিন্টু, রুহুল আমিন, এস এম তালেবুল ইসলাম. কাজী আতিয়ার রহমান এবং মানবাধিকার কর্মী সাইদুর রহমান বাদশা।
পরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে সেসময় শহরের বিভিন্ন এলাকার শতাধিক ছিন্নমূল, নির্যাতিত ভিকটিম, অসহায়, গবীব, দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। শীতবস্ত্র পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে।