January 25, 2026, 1:23 pm
শিরোনামঃ
দিল্লীতে শেখ হাসিনার অডিও ভাষণকে কীভাবে দেখছে বাংলাদেশ ? জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে আমাদের গভীর আবেগের সম্পর্ক রয়েছে : তারেক রহমান প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি ভোট বাক্সে হাত দিতে এলে প্রতিহত করা হবে : জামায়াতের আমীর নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ করা যাবে না : ইসি রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দুদকের মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮কর্মকর্তা-কর্মচারী কারাগারে মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  : রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে রংপুর সার্কিট হাউজ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, গণমাধ্যমকর্মীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিগত সময়ে গণমাধ্যমকর্মীগণ ঐক্যবদ্ধ না থাকার কারণে নিজেদের অধিকার আদায় করতে পারেনি।

তিনি আরো বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকলেও পেশাগতভাবে রাজনৈতিক দলের হয়ে কাজ করা উচিত নয়।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনী নীতিমালা ২০২৫, সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩ (সংশোধিত ২০০২), বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর সাংবাদিকতা বিষয়ে প্রাসঙ্গিক ধারাসমূহ, বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪, তথ্য অধিকার আইন, ২০০৯ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় রিসোর্স পার্সনের বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর বলেন, সাংবাদিকতা পেশা দেশের সম্মানিত পেশার মধ্যে অন্যতম। এজন্য এই পেশায় নীতি-নৈতিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

আসন্ন নির্বাচনে সাংবাদিকদের করণীয় বিষয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল প্রমুখ।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রংপুরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫২ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page