অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোট বক্সে কেউ হাত দিতে এলে তা প্রতিহত করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঢাকা ৪ এবং ৫ এর নির্বাচনী আসনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব বলেন।
আগামীতে বাংলাদেশের অগ্রগতি উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে জামায়াত। একই সাথে নারীদের কর্মস্থলে নিরাপদে যাতায়াতের জন্য ইভেনিং সার্ভিস চালুর কথাও জানান শফিকুর রহমান।
তিনি বলেন, বর্তমানে নারীদের জন্য দুটি জিনিস নেই একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা। আমরা কথা দিচ্ছি ঘরে, চলাচলে এবং কর্মস্থলে—তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব।
জামায়াতের আমির বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, কেউ কেউ নিজেদের হেরে যাওয়ার (জাতীয় নির্বাচনে) ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব, জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলো থেকে সরে আসবেন। যদি না আসেন মনে রাখবেন, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে যায়নি। তাদের প্রথম কাজটি করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত।’
তিনি বলেন, ‘তাদের ভোটে কেউ হাত দেবেন না। হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলত, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। এবার তাই হবে, ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ক্ষমতায় এলে কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করবে জামায়াত।