“আর যখন তোমাদের অভিবাদন করা হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করবে বা ওরই অনুরূপ করবে, নিশ্চয় আল্লাহ্ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী। সূরা : নিসা ঃ আয়াত : ৮৬)
১. হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন লোক রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলো , ইসলামে সবচেয়ে ভালকাজ কি? উত্তরে তিনি বললেন, অভুক্তদের আহার করানো এবং চেনা ও অচেনা সবাইকে সালাম করা। (বোখারী ও মুসলিম শরীফ)।
Leave a Reply