December 31, 2025, 5:02 am
শিরোনামঃ
শোকের এই সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ; বুধবার সাধারণ ছুটি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ; দাফন জিয়াউর রহমানের কবরের পাশে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকাল ; আন্তর্জাতিক মিডিয়া ও বিভিন্ন দেশের প্রতিক্রিয়া দীর্ঘ ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু ; সিলেটের মাদরাসাগুলোতে খতমে কোরআন ও দোয়া মাহফিল নেত্রকোণায় লুৎফুজ্জামান বাবরের আসনে তার স্ত্রী তাহমিনা জামান স্বতন্ত্র প্রার্থী নরসিংদীর মাধবদীতে ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানে আবার হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পরামর্শ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“ যারা তাদের রবের আহŸানে সাড়া দেয়, নামায পড়ে, পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাদের যে জীবিকা দিয়েছি তা হতে ব্যয় করে। সূরা : শুরা ঃ আয়াত : ৩৮)

১. হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যান্য বিষয়ের মধ্যে আমাদের ইস্তিখারা করা সম্পর্কে এভাবে শিখাতেন যেরূপ কোরআনের কোন সূরা শিক্ষা দিতেন। তিনি ইরশাদ করতেন, তোমাদের কোন কাজ করার ইচ্ছা করে সে যেন দু’রাকাত নফল নামায পড়ে নেয়। তারপর যেন নিম্নের দো’আ পড়ে। “আল্লাহুম্মা ইন্না আসতাখিরুকা বিইলমিকা, ওয়া আসতাকদিরুকা বিকুদরাতিকা————-ওয়া আকিবাতি আমরি। অর্থাৎ “হে মহান আল্লাহ্! আমি তোমার কাছে কল্যাণ চাই, তোমার ইলমের মাধ্যমে। তোমার কাছে শক্তি কামনা করি, তোমার প্রদত্ত কুদরতের সাহার্য্যে। তোমার কাছে অনুগ্রহ চাই, তোমার মহা অনুগ্রহ হতে, তুমি সর্বোপরি ক্ষমতাবান। আমার কোন ক্ষমতা নেই, তুমি সর্বজ্ঞ, আমি কিছুই জানি না, তুমি সকল গোপন বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। হে মহান আল্লাহ্! তোমার ইলেম যদি একাজ- যা আমি করতে চাই, আমার দ্বীন আমার জীবন-যাপন ও কর্মফলের দিক হতে দুনিয়া ও আখিরাতের দিক দিয়ে ভাল হয়, তা হলে তা করার শক্তি আমাকে দাও, সেই কাজ আমার জন্য সহজ করে দাও এবং তাতে আমার জন্য বরকতময় কর। পক্ষান্তরে তোমার ইলমে উক্ত কাজ যদি আমার দ্বীন, আমার জীবন-যাপন ও কর্মফলের দিক হতে দুনিয়া অথবা পরকালের দিক দিয়ে মন্দ হয়, তাহলে আমার ধ্যান-কল্পনা উক্ত কাজ হতে ফিরিয়ে নাও, তার খেয়াল আমার অন্তর হতে দূরীভূত করে দাও। আমার জন্য যেখানে ভাল ও কল্যাণকর রয়েছে তার ফয়সালা করে দাও এবং আমাকে তারই ওপর সন্তুষ্ট করে দাও। এরপর নিজের প্রয়োজনের কথা বলবে।  (বোখারী শরীফ)

 

আজকের বাংলা তারিখ



Our Like Page