December 31, 2025, 6:47 am
শিরোনামঃ
শোকের এই সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ; বুধবার সাধারণ ছুটি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ; দাফন জিয়াউর রহমানের কবরের পাশে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকাল ; আন্তর্জাতিক মিডিয়া ও বিভিন্ন দেশের প্রতিক্রিয়া দীর্ঘ ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু ; সিলেটের মাদরাসাগুলোতে খতমে কোরআন ও দোয়া মাহফিল নেত্রকোণায় লুৎফুজ্জামান বাবরের আসনে তার স্ত্রী তাহমিনা জামান স্বতন্ত্র প্রার্থী নরসিংদীর মাধবদীতে ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানে আবার হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সত্যবাদিতা বা সত্যনিষ্ঠা সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“হে বিশ্বাসীগণ! তোমরা মহান আল্লাহকে ভয় কর এবং সত্যবাদিদের সাথে থাক।” (সূরা- তওবাহ ঃ আয়াত- ১১৯)
“ নিশ্চয়ই আত্মসমর্পনকারী পুরুষ ও আত্মসমর্পনকারী নারী, বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাব্রত পালনকারী পুরুষ ও রোজাব্রত পালনকারী নারী, যৌন অঙ্গ হিফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ হিফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী- এদের জন্য আল্লাহ্ ক্ষমা ও মহাপ্রতিদান রেখেছেন।” (সূরা- আহ্যাব ঃ আয়াত- ৩৫)

১. হযরত ইবনে মাসউদ (রাঃ) রসুলুল্লাহ (সঃ) হতে বর্ণনা করেছেন, তিনি বলেন- সত্যনিষ্ঠতা পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সত্যের অনুস্মরণ করতে করতে অবশেষে মহান আল্লাহর কাছে সিদ্দিক নামে অভিহিত হয়। আর মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায় এবং অশ্লীলতা জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যার অনুস্মরণ করতে করতে অবশেষে মহান আল্লাহর মিথ্যাবাদী নামে অভিহিত হয়।
২. হযরত আবু মুহাম্মদ হাসান ইব্নে আলী ইব্নে আবু তালিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন- আমি রসুলুল্লাহ (সঃ) হতে এ কথাগুলো মুখস্ত করেছি, যা তোমাকে সন্দেহে ফেলে দেয়, তা ছেড়ে দাও। আর যা তোমাকে সন্দেহে ফেলে না তাই গ্রহণ কর। সত্যনিষ্ঠা অবশ্যই প্রশস্তিদায়ক, আর মিথ্যা সন্দেহ সৃষ্টিকারী। (তিরমিযী শরীফ)
৩. হযরত আবু সুফিয়ান সাখর ইব্নে হারব রাদিয়াল্লাহু আনহু এক দীর্ঘ হাদীসে হিরাকলের কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেছেন, হিরাকল জিঞ্জেস করল যে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কি কাজ করার হুকুম করেন? আবু সুফিয়ান বললেন- তিনি বলেন, তোমরা একমাত্র মহান আল্লাহর ইবাদত কর আর  তার সঙ্গে কোন র্শিক করো না। তোমরা তোমাদের বাপ-দাদা যা বলে তা ছেড়ে দাও। আর তিনি আমাদেরকে নামায, সত্যনিষ্ঠ, উদারতা ও আত্মীয়দের সাথে মধুর সম্পর্ক স্থাপনের পরামর্শ দান করেন। (বোখারী ও মুসলিম শরীফ)
৪. বদরী সাহাবী হযরত সাহ্ল ইব্নে হুনাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন- রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে লোক মহান আল্লাহ্ তা’আলার কাছে সত্যিই শাহাদাতের মৃত্যু কামনা করে , সে তার বিছানায় মৃত্যুবরণ করলেও মহান আল্লাহ্ তা’আলা তাকে শহীদগণের মর্যাদায় পৌছিয়ে দেন। (মুসলিম শরীফ)
৫. হযরত আবু খালিদ হাকিম ইব্নে হিযাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা একে অপর হতে আলাদা না হওয়া পর্যন্ত তাদের কেনা-বেচা বাতির করে দেবার অধিকার। যদি তারা উভয়ে সত্য পথে থাকে, তাহলে তাদের কেনা-বেচায় বরকত হয়। আর যদি মিথ্যার আশ্রয় নেয়, তাহলে তাতে বরকত নষ্ট করে দেওয়া হয়। (বোখারী ও মুসলিম শরীফ)

আজকের বাংলা তারিখ



Our Like Page