“অতএব তোমরা আত্ম-প্রশংসা করো না, তিনি সাবধানীকে সম্যক জানেন।” সূরা- নাজম, আয়াত- ৩২)
“কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে যারা মানুষের ওপর অত্যাচার এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহাচরণ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।” (সূরা-শুরা ঃ আয়াত-৪২)
১. হযরত ইব্নে হিমার (রাঃ) হতে বর্ণিত। রসুলুল্লাহ (সঃ) বলেছেন, ‘মহান আল্লাহ্ তা’আলা আমার নিকট ওহী প্রেরণ করেছেন, তোমরা বিনয়ী হও। যাতে তোমাদের কেউ কারো প্রতি বাড়াবাড়ি করতে না পারো এবং কেউ কারো কাছে গর্ব করতে না পারো।” (মুসলিম শরীফ)
২. হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রসুলুল্লাহ (সঃ) বলেছেন, “যখন কোন ব্যাক্তি বলে, মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, তখন তাদের মধ্যে সে ব্যাক্তিই ধ্বসের সর্বাধিক উপযুক্ত।” (মুসলিম শরীফ)
Leave a Reply