21 Nov 2024, 05:41 pm

মুসলমানকে অবজ্ঞা করা সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

নিজস্ব প্রতিবেদকঃ

“দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে” (সূরা- হুমাযা ঃ আয়াত- ১)

১. হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সঃ) বলেছেন, “কোন ব্যাক্তির খারাপ হওয়ার জন্য এই যথেষ্ট যে, সে তার মুসলমান ভাইকে অবজ্ঞার চোখে দেখবে।” (মুসলিম শরীফ)
২. হযরত আব্দুল্লাহ ইব্নে মাসউদ (রাঃ) রসুলুল্লাহ (সঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যাক্তি বলল, মানুষ তার জামা-কাপড়, জুতা ইত্যাদি সুন্দর হওয়া পছন্দ করে। তিনি বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ্ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। হিংসা হল সত্য থেকে বিমুখ হওয়া এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। (মুসলিম শরীফ)
৩. হযরত জুনদুব ইব্নে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সঃ) বলেছেন, এক ব্যাক্তি বলল, সে কে যে আমার নামে শপথ করে বলল যে, আমি অমুক লোককে ক্ষমা করব না। আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার সমস্ত কর্যাবলী বাতিল করে দিলাম। (মুসলিম শরীফ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *