“হে বিশ্বাসীগণ! তোমরা অধিকাংশ ক্ষেত্রে অনুমান হতে দুরে থাক। কারণ, কোন কোন ক্ষেত্রে অনুমান করা পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় তথ্য খুজিও না ও পশ্চাতে নিন্দা করো না।” সূরা ঃ হুজরাত- আয়াত ঃ ১২)
১. হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সঃ) বলেছেন, সাবধান! খারাপ ধারণা থেকে দুরে থাক। কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা। (বোখারী ও মুসলিম শরীফ)
Leave a Reply