অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ধনকুবের ইলন মাস্ক ৪৪ বিলিয়নে টুইটার কিনে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বড়সড় পরিবর্তন যে আনছেন তা আগেই শোনা যাচ্ছিল। এমনকি বড় ধরনের ছাঁটাইয়েরও গুঞ্জনের ডানপালা মেলে। এ অবস্থায় ব্লুমবার্গ জানিয়েছে, খরচ কমাতে টুইটার ইনকর্পোরেটেডের প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন সিইও ইলন মাস্ক।
নতুন মালিকানায় শুক্রবার (৪ নভেম্বর) চাকরি ছাঁটাইয়ের তালিকা প্রকাশ হতে পারে। ইলন মাস্ক ১ নভেম্বরের আগে টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এমন এক প্রতিবেদনের বিষয়ে পরবর্তীতে অস্বীকার করেন। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স টুইটারের কাছে মন্তব্য জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি।
সূত্রের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিদ্যমান নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে চান। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে।
বর্তমানে টুইটারে ৭ হাজার ৫০০ কর্মী রয়েছে। সেই হিসেবে ছাঁটাই করা হলে চাকরি হারাবেন প্রায় ৩ হাজার ৭০০ কর্মী। রয়টার্স চলতি সপ্তাহের শুরুতে একাধিক সূত্রের বরাতে জানায়, মাস্ক কোম্পানিতে প্রথম ধাপে টুইটারের এক চতুর্থাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন।
উল্লেখ্য, অনেক জলঘোলা করে অক্টোবরের শেষ দিকে টুইটার কিনে নেওয়ার কথা জানান বিশ্বের শীর্ষ ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চার হাজার চারশ’ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলারে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন নিজেই। একই সঙ্গে নিজের অ্যাকাউন্ট পরিবর্তন করে নাম দেন ‘টুইটার বস’।
টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেন। এর মধ্যে প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল রয়েছেন। সূত্র: রয়টার্স
Leave a Reply