অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই দেশটি সফরে গেছেন সিআইএ প্রধান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র প্রধান উইলিয়াম বার্নস। মঙ্গলবার এ সফরে যান তিনি। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ওই কর্মকর্তা জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য এ সফরে গেছেন সিআইএ প্রধান। মঙ্গলবার কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় তিনি মার্কিন দূতাবাসে নিরাপদে অবস্থান করছিলেন।
এর আগে সম্প্রতি রাশিয়ার গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকের জন্য তুরস্ক সফরে যান উইলিয়াম বার্নস। মূলত ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সতর্ক করতেই ওই সফরে যান তিনি।
Leave a Reply