January 10, 2026, 9:28 pm
শিরোনামঃ
প্রতিহিংসা বর্জন ও জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান ঝিনাইদহে মানবাধিকার সংগঠনের শীত বস্ত্র বিতরণ সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত ; ইসির পরিপত্র জারি প্রাথমিক শিক্ষায় নতুন ‘মূল্যায়ন পদ্ধতি’ চালুর পরিকল্পনা রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা ; প্রধান শুটারসহ তিনজন আটক নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবার পেল দেড় কোটি টাকার অনুদান প্রদান ভোলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলিতে ১ জন নিহত টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা : খামেনি 
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

এম এ কবীর : ঝিনাইদহে আগামী ১৯-২০ নভেম্বর ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিং এ জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটালাইজেশনের সামগ্রিক চিত্র তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এর উদ্যোগে সারা দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২ আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ১৯- ২০ নভেম্বর দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধনী দিনে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। পুরাতন ডিসি কোর্টের এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ও ঝিনাইদহ-১, শৈলকুপা আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল হাই। মেলা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সকল সরকারি প্রতিষ্ঠান,আইটি প্রতিষ্ঠান,ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ মেলায় প্রায় ৮০ টি স্টল থাকবে। ২০ নভেম্বর বিকাল ৪ টায় ডিজিটাল উদ্ভাবনী এ মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। জেলা প্রশাসক মনিরা বেগম বলেন,২০৪১ সালের মধ্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে দেশ। তৃণমূল পর্যায়ে ডিজিটালাইজেশনের সুফল ভোগ করছে সাধারণ জনগণ।
প্রেস ব্রিফিং এ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রথিন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, সাংবাদিক ওমর আলী সোহাগ, ওহিদুজ্জামান টুকু, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক আমিনুর রহমান টুকু, পিন্টু লাল দত্ত, কোরবান আলী, দেলোয়ার কবির সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মনিরা বেগম এই ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে সকলের সহযোগিতা চান।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page