অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে মরিয়ম খাতুন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম খাতুন একই গ্রামের হাসপাতাল মোড় এলাকার আশরাফুল হকের মেয়ে।
নিহত শিশুর বাবা আশরাফুল হক বলেন, সকালে বাড়িতে খেলছিল শিশু মরিয়ম। আমাদের অসাবধানতায় খেলতে খেলতে সে বাথরুমের ভেতর চলে যায়। এসময় বাথরুমে থাকা বালতির পানির ভেতর উল্টে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে তাকে বাথরুমের বালতির ভেতরে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
Leave a Reply