অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিই হচ্ছে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পরমাণু কর্মসূচি। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে ইশতেহার প্রকাশ করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে সবচেয়ে বেশি পর্যবেক্ষণ তৎপরতা চালিয়েছে।
কানয়ানি আরও বলেছেন, আমাদের প্রত্যাশা ছিল ইরানের গঠনমূলক সহযোগিতার কারণে আইএইএ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ গ্রহণে বিরত থাকবে। কিন্তু সেখানে চারটি দেশের পদক্ষেপ থেকে মনে হচ্ছে তারা এটা নিয়ে রাজনীতি করার মাধ্যমে ইরান ও আইএইএ’র মধ্যে কারিগরি সহযোগিতায় বিঘ্ন ঘটাতে চায়।
জাতিসংঘে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে ইশতেহার অনুমোদনের বিষয়ে ইরানের মুখপাত্র বলেন, ইরানের দৃষ্টিতে মানবাধিকার ইস্যুতে রাজনীতি করাটা কখনোই গঠনমূলক হবে না এবং মানবাধিকার ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক সমাজের লক্ষ্য-উদ্দেশ্য ও মূল্যবোধ বাস্তবায়ন সম্ভব নয়।
সিরিয়ায় অব্যাহত ইসরাইলি হামলা প্রসঙ্গে কানয়ানি বলেন, আন্তর্জাতিক সমাজের নীরবতার কারণেই দখলদার ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে সেদেশে একের পর এক হামলা চালানোর সাহস পাচ্ছে। সিরিয়ায় ইসরাইলের সব ধরণের আগ্রাসন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।
Leave a Reply