December 3, 2025, 1:43 pm
শিরোনামঃ
বাংলাদেশ সরকারের জরুরি মানবিক সহায়তা পৌঁছালো শ্রীলঙ্কায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কোন সরকারি অনুমোদন নেই : বাণিজ্য উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় ১ ঘন্টা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু, ; হাসপাতালে  নতুন ভর্তি ৪৯০ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভারতের কারাগার থেকে ৩০ বাংলাদেশিকে মেহেরপুর সীমান্ত দিয়ে পুশইন করলো বিএসএফ ঝিনইদহের কালীগঞ্জে ১ হাজার ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝিনাইদহে চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার আসামি বাগেরহাটে থেকে গ্রেপ্তার করলো র‌্যাব সামরিক পদক্ষেপ থামাতে আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন পোপ লিও ১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়া স্থগিত করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শার্শার নাভারনে তুলি সিনেমা হলে চলেছ মাদক ও নারী দেহের ব্যবসা

ইয়ানূর রহমান : যশোরের শার্শার নাভারন-সাতক্ষীরা সড়কের আনসার ক্যাম্প এলাকায় তুলি সিনেমা হলের আড়ালে মাদক ও দেহের রমরমা ব্যবসা কারবার চললেও প্রশাসন একেবারেই নির্বিকার। এদিকে এলাকার যুবসমাজ এর প্রতিবাদ করলেই পুলিশের ধমকানি ও মামলার ভয়ে গুটিয়ে যায় তারা। সব কিছু জেনেও পুলিশ ও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সীমান্ত উপজেলা শার্শায় পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের দাপট কিছুটা কম হলেও নাভারনের তুলি সিনেমা হলের অভ্যন্তরে মাদক ও উঠতি বয়সের নারীদের দিয়ে দেহের ব্যবসা চলছে বলে এলাকাবাসির অভিযোগ। বর্তমানে মাদক কারবারিরা তুলি সিনেমা হলকেই বিকল্প হিসেবে ব্যবহার করছে। সিনেমা হলের আড়ালে মাদক দ্রব্য ও নারী দেহে ব্যবসা মেলে খুব সহজেই। এ এলাকায় মাদক কারবারিদের এই সক্রিয়তা স্থানীয় বাসিন্দাদের রীতিমতো উদ্বেগে ফেলেছে।
রাতারাতি বড়লোক হওযার লোভে এলাকার যুবসমাজের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। পুলিশের কিছু অসাধু সদস্য নিয়মিত হফতা আদায় করে চলেছেন বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরে এ স্পটের নেতৃত্ব দিয়ে আসছে যশোর জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নাল সরদার ও তার পুত্র বাপ্পি সরদার। যাদের নামে ডর্জন খানেক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
পুলিশের হাতে তারা বারবার আটক হলেও জামিনে বেরিয়ে এসে আবারো একই কারকার চালিয়ে যাচ্ছে তারা। জয়নাল সরদার দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। তার নামে ইয়াবা, ফেন্সিডিলেরসহ রয়েছে শার্শা থানাসহ বিভিন্ন থানায় ১৫টিরও বেশি মাদক ও অস্ত্র মামল। এলাকাবাসী তাকে
মাদক জয়নাল নামে চেনে। তার বিভিন্ন স্পটে মাদক মিললেও অধিকাংশ সময় পুলিশ তাকে আটক করতে পারেনি। প্রায় ১ যুগ আগে সে র‌্যাবের হাতে মাদকসহ আটক হলেও পুলিশ তার টিকিটিও ছুতে সক্ষম হয়না।
শার্শা থানায় বর্তমান ইনচার্য হিসাবে যোগদানের পরপরই জয়নাল সরদারকে আটক করে শার্শা বাসিকে চমক দেখায়। পরে জামিনে এসে আবারো একই কারবার বহাল রেখেছে। এ কারবারের সুত্রে সে গড়ে তুলেছে অঢেল সম্পদ। তার মধ্যে অন্যতম তুলি সিনেমা হল। এদিকে একই কারবারে জড়িয়ে পড়েছে জয়নাল সরদারের ছেলে
বাপ্পি সরদার। এরই মধ্যে প্রায় ডজনখানেক মাদক ও অস্ত্র মামলায় জড়িয়েছে সে। তার মাদক ও দেহে ব্যবসা কারবার চলছে তুলি সিনেমা হল অভ্যন্তরে।
এলাকাবাসির অভিযোগ, সে দীর্ঘদন ধরে তুলি সিনেমা হল অভ্যন্তরে একারবার চালিয়ে গেলেও পুলিশ প্রশাসন রয়েছে একেবারেই নির্বিকার। খদ্দের সহ নারী দেহ ব্যবসায়ীদের আটক করলেও পুলিশ এসে তাদের ছেড়ে দেয়। স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সামনে নারী দেহ ব্যবসায়ীরা শিকার করেছে, তারা দীর্ঘদিন ধরে তুলি সিনেমা হল অভ্যন্তরে এ কারবার চালিয়ে আসছে। তাদেরকে বাপ্পি সরদার ও সোহান নামের দ্’ুব্যক্তি ডেকে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান বলেন, এ বিষয়ে আমার জানা নেই এলাকাবাসি অভিযোগ দিলেই আমরা ব্যবস্থ্যা নিব। মাদক ও নারী দেহ ব্যবসার কোন ছাড় নেই।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page