স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর মহিলা কলেজ পাড়া থেকে ৪টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল উদ্ধার করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ।
৪ ডিসেম্বর রবিবার দিবাগত মধ্যরাতে মহিলা কলেজ পাড়ার আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন ইউনুস সিদ্দিকের বাড়ির পাশে পাঁকা রাস্তা থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয় । এ ঘটনায় মহেশপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।
মহেশপুর থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ২টার সময় একটি ফোন কল থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মহেশপুর কলেজপাড়া থেকে একটি লাল ব্যাগে থাকা উক্ত ককটেল ও পেট্রোল বোমা পুলিশ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে উক্ত ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করে ৪টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল দেখতে পাওয়া যায়। মহেশপুর থানার চৌকস টিম এসআই আসাদ, এসআই সাইদুর, এসআই মাহমুদ, এসআই সুব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা ও ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪এর (খ) ধারায় মামলা হয়েছে। যার নং-১৩, তারিখ-৫/১২/২২ইং।
Leave a Reply