স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনা মুল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ ৫ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এলাকার কৃষকদের মাঝে রবি মৌসুমের বোরো ধান (উফশী ও হাইব্রীড) উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারী বিনা মুল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারী বিনা মুল্যের সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম স্বপন ও ফারুক হোসেন প্রমুখ।
পরে মহেশপুর উপজেলার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের দেওয়া বিনা মুল্যের সার ও বীজ বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
Leave a Reply