অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে কাজ করার ব্যাপারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই কৌশলগত অঞ্চলের নিরাপত্তা শুধুমাত্র এখানকার দেশগুলোর মাধ্যমেই রক্ষা করা সম্ভব।
তিনি গতকাল (মঙ্গলবার) জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দ্বিতীয় ‘বাগদাদ কনফারেন্স ফর কো-অপারেশন এন্ড পার্টনারশিপে’ বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। ইরাকের প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো সম্মেলনেটির আয়োজন করা হয়।
এ সংক্রান্ত প্রথম সম্মেলনটি ২০২১ সালের আগস্ট মাসে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হয়েছিল। আম্মান সম্মেলনে ইরান, ইরাক, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, বাহরাইন, ওমান ও ফ্রান্সের শীর্ষ নেতা অথবা পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর ইরাকের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। সেইসঙ্গে ইরাকের উন্নয়নে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি সরকারকে সব রকম সহযোগিতাও করে যাচ্ছে তেহরান। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তার দেশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “আমরা মনে করি গোটা আমাদের দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে আমাদের অপরিবর্তনীয় নীতি হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়িয়ে চলা ও নিরাপত্তা শক্তিশালী করা।” তিনি আরো বলেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই তার দেশ উগ্র জঙ্গী গোষ্ঠী আইএস নির্মূলে ইরাক ও সিরিয়া সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।
Leave a Reply