অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা র্শীষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
জেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস ”গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” র্শীষক ওই মতবিনিময় সভার আয়োজন করে। রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ প্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। প্রধান আলোচক হিসেবে গুজব ছড়ানো প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। সাংবাদিকদের মধ্যে থেকে আলোচনায় অংশগ্রহণ করেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ সভাপতি শাহাদুল ইসলাম সাজু, যুগান্তর প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, যনুনা টিভির আব্দুল আলীম প্রমূখ। মতবিনিময় সভায় গুজব প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, গুজব ছড়ানো একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার পাশাপাশি সমাজের শান্তি শৃংখলাকে ব্যাহত করে ।
Leave a Reply