অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ষষ্ঠবারের ভোট গ্রহণের পরও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন করা যায়নি। এ নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে মার্কিন কংগ্রেস।
স্পিকার নির্বাচনের দ্বিতীয় দিনে তিন দফা ভোট গ্রহণ করা হয় কিন্তু কোনো দফাতেই সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি প্রয়োজনীয় সংখ্যক ২১৮টি ভোট পাননি। ফলে মার্কিন সময় বুধবার রাতে আবারো প্রতিনিধি পরিষদের অধিবেশন মুলতুবি করা হয়। বৃহস্পতিবার দুপুরে অধিবেশন শুরু হবে এবং স্পিকার নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে।
ভোটগ্রহণের দ্বিতীয় দিনে কেভিন ম্যাকার্থির সমর্থন আরও কমেছে। প্রথম দিন তিনি দুই দফায় ২০৩ এবং তৃতীয় দফায় ২০২টি করে ভোট পান কিন্তু বুধবার তিনি ভোট পেয়েছেন ২০১টি করে। রিপাবলিকান দলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিলেও ম্যাকার্থি দলের কংগ্রেসম্যানদের কাছে সার্বজনীন গ্রহণযোগ্যতা পাননি। এমনকি কেভিন ম্যাকার্থির পক্ষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন থাকলেও তিনি স্পিকার নির্বাচিত হওয়ার মতো প্রয়োজনীয় ভোট পাচ্ছেন না।
মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে স্পিকার নির্বাচিত হওয়ার কথা। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক রিপাবলিকান কংগ্রেসম্যানের বিরোধিতার কারণে সেটি দুই দিনে সম্ভব হয়নি। এ কারণে প্রতিনিধি পরিষদের স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায়নি এবং প্রতিনিধি পরিষদের সদস্যেদেরও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি।
স্পিকার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অনেকটা আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংখ্যালঘু ডেমোক্র্যাট দলের পক্ষ থেকেও প্রার্থী দেয়া হয়েছে। দলটির প্রতিনিধি পরিষদে সদস্য রয়েছেন ২১২ জন এবং তারা সবাই ডেমোক্র্যাটিক প্রার্থী হাকিম জেফ্রিসকে ছয় বারই ভোট দিয়েছেন।
Leave a Reply