অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি কিশোর নিহিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ষোল বছর বয়সী আমের আবু জায়তুন মাথায় গুলিবিদ্ধ হন। উত্তর অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে ইসরায়েলি বাহিনী অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
চলতি বছরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত চতুর্থ ফিলিস্তিনি আবু জায়তুন। এর আগে, গত বছর এই ভূখণ্ডের পাশাপাশি পূর্ব জেরুজালেমে ১৭০ জনেরও বেশি মানুষ ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়।
এছাড়া, মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হাতে ১৫ বছর বয়সী আরেক ফিলিস্তিনি কিশোর অ্যাডাম আইয়াদ নিহত হয়। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিশেষ বাহিনী নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে অভিযান চালায়, সেই সময় সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সেখানকার বাসিন্দারা জানায়, আবু জায়তুন ক্যাম্পে হাঁটার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
Leave a Reply