অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাড়িতে সিট বেল্ট না বাধায় জরিমানা গুনতে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। এর আগে কোভিড আইন ভাঙায় জারিমানা গুনতে হয় সুনাককে।
ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে, তারা লন্ডনের ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে জরিমানার আদেশ জারি করেছেন।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। সেইসঙ্গে জরিমানার অর্থ দেয়ার কথাও জানিয়েছেন।
সুনাকের মুখপাত্র বলেন, “এটা ছিল বিচার বিবেচনার একটা ছোট ত্রুটি। একটা ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তাঁর সিটবেল্ট সরিয়ে ছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী।”
সুনাকের মুখপাত্র আরও বলেন, “প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত।”
ব্রিটিশ আইন অনুযায়ী গাড়ির যাত্রী সিলবেল্ট না বাধলে একশ’ পাউন্ড জরিমানা হতে পারে। তবে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে তা ৫শ’ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঋষি সুনাককে জরিমানার খাড়ায় পড়তে হলো। গত এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কোভিড আইন ভাঙায় জারিমানা গুনতে হয় সুনাককে।
Leave a Reply