অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিন বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পালিয়ে ছিলেন বরিশালের ফিরোজ মল্লিক। অবশেষে বুধবার রাতে উপজেলার কালিহাতা গ্রামের অভিযান বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে উজিরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ফিরোজ মল্লিক (৬০) উপজেলার কালিহাতা গ্রামের আব্দুল মজিদ মল্লিকের ছেলে। গ্রেফতার এড়াতে বিভিন্ন নামে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ফিরোজ।
উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কালিহাতা গ্রামে অভিযান চালিয়ে ফিরোজ মল্লিককে গ্রেফতার করা হয়। সকালে বরিশাল আদালতে সোপর্দ করলে দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’
১৯৯৩ সালের একটি মারামারির মামলায় ফিরোজকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত উল্লেখ করে এসআই মেহেদী হাসান বলেন, ‘ওই সাজা থেকে বাঁচতে ৩০ বছর পালিয়ে ছিলেন ফিরোজ। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এতদিন পালিয়ে ছিলেন। অবশেষে গ্রেফতার হন।’
Leave a Reply