অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশকে নিয়ে গঠিত সংস্থা -ব্রিকসে (BRICS) যোগ দেয়ার জন্য তার দেশ যে আগ্রহ দেখিয়েছিল তাকে স্বাগত জানিয়েছে চীন। তিন দিনের রাষ্ট্রীয় চীন সফর শেষে তেহরানে ফিরে গতকাল (বৃহস্পতিবার) নিজের সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেয়ার সময় একথা জানান রায়িসি।
তিনি বলেন, বেইজিং-এ চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আমরা ব্রিকসে ইরানকে সদস্যপদ দেয়া যায় কিনা তা নিয়ে কথা বলেছি। আমরা চীনা কর্মকর্তাদের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা কার্যকর ভূমিকা রাখছি। এখন আমাদেরকে অর্থনৈতিক ও বাণিজ্যিক অঙ্গনেও একই ধরনের ভূমিকা রাখতে হবে।
রায়িসি বলেন, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ চীন এশিয়া মহাদেশে সামনের সারির ভূমিকা পালন করছে। সেই চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে তেহরানকে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে পারে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসভুক্ত দেশগুলোতে বিশ্বের শতকরা ৪০ ভাগ নাগরিক বসবাস করেন। এসব দেশের অর্থনীতির আকার দ্রুতগতিতে বাড়ছে এবং ধারনা করা হয় ২০৫০ সাল নাগাদ এই সংস্থাটি গোটা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে।
প্রেসিডেন্ট রায়িসি তার চীন সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বর্ণনা করে বলেন, আগামী দিনগুলোতে চীনের সঙ্গে তার দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে।
Leave a Reply