অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে বিবিসি অফিসে কর কর্মকর্তাদের তল্লাশি তিন দিন পর শেষ হয়েছে।
কর্তৃপক্ষ মঙ্গলবার নয়াদিল্লি এবং মুম্বাইয়ের অফিসে প্রবেশ করে কর্মীদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন। তাদেরকে সারারাত অফিসে থাকতে বলা হয়েছিল।
বিবিসি বলেছে, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব এবং আশা করি যত তাড়াতাড়ি সম্ভব বিষয়গুলি সমাধান করা হবে।’
বিবিসি এও বলেছে, তারা নির্ভয়ে বা পক্ষপাত ছাড়া রিপোর্ট করা চালিয়ে যাবে।
বিবিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করা একটি তথ্যচিত্র প্রচার করার কয়েক সপ্তাহ পর তদন্ত শুরু হয়।
বিবিসি বিবৃতিতে বলেছে, ‘আমরা কর্মীদের সহযোগিতা করছি, যাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বা সারা রাত অফিসে থাকতে বাধ্য হয়েছেন।
‘আমাদের আউটপুট স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং আমরা ভারত ও এর বাইরেও আমাদের শ্রোতাদের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।’ বলছে বিবিসি।
সংস্থাটি আরও বলছে, বিবিসি একটি বিশ্বস্ত, স্বাধীন মিডিয়া সংস্থা এবং আমরা আমাদের সহকর্মী ও সাংবাদিকদের পাশে আছি যারা ভয় বা পক্ষপাত ছাড়াই রিপোর্ট করতে থাকবে।’
বিবিসির ডকুমেন্টারি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ শুধুমাত্র যুক্তরাজ্যে টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। কিন্তু ভারত সরকার এটিকে ঔপনিবেশিক মানসিকতাসহ প্রতিকূল প্রচার এবং ভারত-বিরোধী আবর্জনা হিসাবে বর্ণনা করে। এটি শেয়ার লোকজনকে ব্লক করার চেষ্টা করে।
ডকুমেন্টারিটি ২০০২ সালে গুজরাটে মুসলিম বিরোধী সহিংসতায় প্রধানমন্ত্রীর ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে, যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।
বিবিসি বলেছে যে, গত মাসে ভারত সরকারকে তথ্যচিত্রটির উত্তর দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে।
সংবাদপত্রের স্বাধীনতা তুলে ধরা অলাভজনক গোষ্ঠী দ্য এডিটরস গিল্ড অব ইন্ডিয়া এই সপ্তাহের শুরুতে বলেছিল, অনুসন্ধানগুলি সম্পর্কে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ তারা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বোর্ড কর্তৃপক্ষকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সমালোচনামূলক কভারেজের জন্য বিবিসিকে হয়রানি ও ভয় দেখানোর চেষ্টা করার অভিযোগ করেছে।
কিন্তু দলটি বলেছে যে অনুসন্ধানগুলি আইনসম্মত ছিল এবং ওই সময়ে তাদের সরকারের কিছু করার ছিল না।
এই সপ্তাহের শুরুতে মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন মুখপাত্র গৌরব ভাটিয়া বিবিসিকে ‘বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা’ হিসেবে বর্ণনা করেছেন।
‘ভারত এমন একটি দেশ যেটি প্রতিটি সংস্থাকে সুযোগ দেয়,যতদিন আপনি বিষ না ছড়ান’- তিনি বলেন।
Leave a Reply