অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধের ইতি টানার লক্ষ্যে কিয়েভ ও মস্কোকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান।
তিনি বলেন, সব পক্ষকে সংযম প্রদর্শন করে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করতে হবে। চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের দিকে ধাবিত হতে হবে।
তবে টেলিফোনালাপের পর কুলেবা নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, তিনি এবং কিন গ্যাং ‘ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার গুরুত্ব’ নিয়ে আলোচনা করেছেন।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে মস্কো সফরে যাবেন বলে কথা রয়েছে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হবে।
চীন সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে একটি রাজনৈতিক সমাধানের রূপরেখা তুলে ধরেছে। ওই পরিকল্পনায় রাশিয়া ও ইউক্রেনকে ক্রমান্বয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানানোর পাশাপাশি পরমাণু অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
১২ ধারা বিশিষ্ট ওই পরিকল্পনায় উভয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি মস্কো ও কিয়েভকে সরসারি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন সংকটের শুরু থেকেই রাশিয়া নিরপেক্ষ অবস্থানে থেকে মধ্যস্থতার ভূমিকা পালন করার চেষ্টা করে আসছে।