মোঃ বাবর আলী : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের ফুলসুরাতনকে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড দেওয়া হয়। ওই কার্ড দিয়ে প্রথমবার পণ্য ক্রয় করেন তিনি। কিন্তু পরবর্তীতে প্রায় ৮ মাস আগে পণ্য তুলে দেবার কথা বলে নিজের ও তার কাছে থাকা মামা আতিয়ার রহমানের কার্ড দুটি কেঁড়ে নেন ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বাবু। এ পর্যন্ত বহুবার ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ধন্যা দিয়েও নিজ নামের কার্ড ফেরত পাননি তিনি। গত বুধবার টিসিবির পণ্য বিতরণের স্থানে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, মামা আতিয়ার রহমান ও তার নামের টিসিবির কার্ড দুটি কেঁড়ে নেওয়ার পর তা আর ফেরত দিচ্ছেন না ওই ইউপি মেম্বার। গতকাল আবারও কার্ড ফেরত চাইতে তাকে জানিয়ে দেওয়া হয় তার নামে কোন কার্ড নেই।
তার মামা আতিয়ার রহমান বলেন, আমার নামে কার্ড আসলে একবার ওই কার্ডে পণ্য ক্রয় করেছি। কিন্তু পরবর্তীতে আমার ভাগ্নি ফুলসুরাতনের কাছ থেকে ইউপি মেম্বার কার্ড দুটি কেঁড়ে নিয়ে আর ফেরত দেননি। এছাড়াও কার্ড কেঁড়ে নেওয়ার একই অভিযোগ ওই ওয়ার্ডের উসমান আলী, ছায়েদ আলীর, ইব্রাহীম আলীর। তাদের পরিবারের লোকজনরাও সাংবাদিকের কাছে একই অভিযোগ করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, সকালে টিসিবির পণ্য ক্রয়ের জন্য লাইনে দাড়িয়ে আছেন কার্ড ধারীরা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে এক যুবক সাইকেলে করে বস্তা ভর্তি টিসিবির পণ্য নিয়ে যাচ্ছে। গেঁটের সামনের স্থানীয় লোকজন ও সাংবাদিকের প্রশ্নের মুখে ওই যুবক স্বীকার করেন এসব পণ্য ১নং ওয়ার্ড ইউপি মেম্বারের। এখানে ৬ জনের পণ্য রয়েছে।
এব্যাপারে অভিযুক্ত ইউপি মেম্বারের মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে যাদবপুর ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি যদি ওই ইউপি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply