অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে ব্যবসায়ী মিজানুর রহমানকে পিটিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার (২ এপ্রিল) দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, হত্যার ৮ দিন পার হলেও আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত মিজানুর রহমান কালিয়াকৈর উপজেলার চাঁনপুর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ২৫ মার্চ নিহতের স্ত্রী অন্তরা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
আজ দুপুরে মামলার প্রধান আসামি আনোয়ারসহ অন্য আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে চাঁনপুর এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বোর্ডঘর-ঢালজোড়া সড়কের আড়াইগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় হত্যাকাণ্ডের ঘটনাস্থলে মানববন্ধন ও বিক্ষোভ করে।
মানববন্ধনে নিহতের বাবা ওয়াজ উদ্দিন, স্ত্রী অন্তরা আক্তার, স্থানীয় আজাহারুল ইসলাম ও রফিকুল ইসলাম বক্তব্য দেন। তারা বলেন, পুলিশ বলছে আসামিদের পাওয়া যাচ্ছে না। অথচ আসামিরা প্রকাশ্যে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নিহতের বাবা ওয়াজ উদ্দিন বলেন, ‘আমার ছেলেকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে হত্যাকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণপিটুনি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার ৮ দিন পরও পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি।’
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘ব্যবসায়ী মিজানুর হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সঠিক নয়।’
উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেলে ঢালজোড়া ইউনিয়নের আনোয়ার হোসেন ও তার সহযোগীরা ব্যবসায়ী মিজানুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে তার পাশে রামদা ও খেলনা পিস্তল রেখে ঘটনাটি গণপিটুনি বলে চালানোর চেষ্টা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।