জাফিরুল ইসলাম : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকালের দিকে উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় ৫০ জন নারীকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, উপজেলা মৎস কর্মকর্তা এটি.এম শামসুজ্জামান, ২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুন (কালাম),
দুই নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার বিলকিস খাতুন, তথ্য সেবা কর্মকর্তা ইনদিনা কাদীর, উপজেলা তথ্য সেবা সহকারী আঞ্জুমানারা,জেসমিন আক্তার, সহ আরও অনেকেই।
উঠান বৈঠকে মহিলাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ,যৌতুক,বাল্যবিবাহ রোধ,সরকারি ডিজিটাল সুবিধা সম্পর্কে অবহিতকরণ, বিকাশ/নগদে প্রতারনা, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, মৎস চাষের উপকারীতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণসহ নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার উপর বিশদ আলোচনা করেন,উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
Leave a Reply