অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে দুবাইয়ের মাটিতে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা। তবে ভবিষ্যতে বুর্জ খলিফার গায়ে আর উঁচু ভবনের তকমা থাকছে না। কারণ বিশ্বের নতুন সর্বোচ্চ ভবন তৈরির পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ কুয়েত। খবর বিজনেস ইনসাইডারের।
এক কিলোমিটার লম্বা এ ভবনটির নাম দেওয়া হয়েছে বুর্জ মোবারক। এটি নির্মাণ করা হবে কুয়েতের মাদিনাত আল হারের অথবা সিল্ক সিটির প্রাণকেন্দ্রে। এ শহরটির নির্মাণ কাজ শেষ হবে এ বছরই।
তবে মেগা প্রজেক্ট বুর্জ মোবারকের কাজ সম্পন্ন হতে আরও ২৫ বছর সময় লাগবে। ভবনটি তৈরি হবে ইন্টারলকিং ও বাঁকানো কাঠামোর মাধ্যমে। যেন ১৫০ কিলোমিটার গতির বাতাসের প্রভাবেও ভবনটির কোনো ধরনের ক্ষতি না হয়।
বুর্জ মোবারকটি হবে ২৩৪ তলার একটি ভবন এবং এতে প্রায় ৭ হাজার মানুষ থাকতে পারবেন।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ বুর্জ মোবারক হবে কুয়েতের সবচেয়ে উঁচু ভবন। এটি নিশ্চিতভাবে দুবাইয়ের বুর্জ খলিফাকে (৮২৮ মিটার) ছাড়িয়ে যাবে। তবে এ মুহূর্তে এটি বিশ্বের নির্মাণাধীন সবচেয়ে উঁচু ভবন নয়।’
এ ভবনটিকে কেন্দ্র করে গড়ে তোলা হবে উপশহর। যেখানে থাকবে হোটেল, বাসস্থান, অফিস এবং বিনোদনের মাধ্যম। ভবনটি তৈরি করতে খরচ হবে ২৫ বিলিয়ন কুয়েতি দিনার।
এদিকে ২০১১ সালে প্রায় ২৫০ বিলিয়ন ডলার খরচ করে মাদিনাত আল হারের নামক শহরটির নির্মাণ কাজ শুরু করে কুয়েত। এ বছর শহরটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটির নির্মাণ শেষ হলে ৪ লাখ ৩০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে। অপরদিকে স্থানীয় ও বিদেশিরা বিনিয়োগ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, এখানে দ্রুত সময়ের মধ্যে শত শত সুউচ্চ ভবন নির্মাণ হবে এবং সব মিলিয়ে শহরটিতে ৭ লাখ মানুষ বসবাস করতে পারবেন।
Leave a Reply