অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে এখন দরিদ্র জনগোষ্ঠী ১৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া হতদরিদ্রের হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশে। ২০১৬ সালের পরিসংখ্যানে দেশে দরিদ্র জনগোষ্ঠী ছিল ২৪ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এমন তথ্য প্রকাশ করেছে। বুধবার (১২ এপ্রিল) বিবিএস মিলনায়তনে এ রিপোর্ট প্রকাশ করা হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশে অতিদারিদ্রের হার ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালের জরিপে যা ছিল ১২ দশমিক ৯ শতাংশ।
মানুষের মাথাপিছু মাসিক আয় ও ব্যয় এবং জনপ্রতি ক্যালরি গ্রহণের হারও আগের চেয়ে বেড়েছে বলে বিবিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মৌলিক চাহিদা মেটানোর ব্যয়ের ভিত্তিতে বিবিএস দারিদ্র্য সীমা নির্ধারণ করে।
Leave a Reply