অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রিয়া, বেলজিয়াম, চীন, ফ্রান্স, জার্মানি, জাপানসহ বিশ্বের বহু দেশ প্রধান শহরগুলোর মধ্যে সংযোগ তৈরি করতে উচ্চ গতির রেল তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বুলেট ট্রেন যা ঘণ্টায় ৩০০ থেকে ৪০০ কিমি বেগে চলে। এবার উচ্চ গতির ট্রেন চলাচলে এশিয়ার প্রথম স্পিড টেস্ট ট্র্যাক তৈরি করা হচ্ছে।
ভারতের আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেনের কাজ চলছে অবিরাম। এ ছাড়া ভবিষ্যতে যাত্রীদের দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেবে রেল। এই টেস্টিং ট্র্যাকগুলো সম্পূর্ণরূপে সেতু নির্মাণের প্রযুক্তি পরিবর্তন করেছে।
এই টেস্ট ট্র্যাকে ট্রেনের নতুন মডেলগুলো প্রস্তুত করা হবে এবং সেই সঙ্গে সেই মডেলগুলো এই ট্র্যাকে পরীক্ষা করা হবে।
রেল বর্তমানে এই ট্র্যাকটি ৬৫ কিলোমিটার পর্যন্ত করার প্রস্তুতি নিচ্ছে। দেশের ভৌগলিক অবস্থানের কথা মাথায় রেখে এটি এ ধরনের প্রথম ট্র্যাক হবে। যেমন, পার্বত্য অঞ্চলে দ্রুত গতিতে ট্রেন চলবে, তার জন্য টেস্টিং ট্র্যাক বাঁকা করা হয়েছে। সমতলেও ট্রেন চলবে, তার জন্য সেরকম ট্র্যাক তৈরি করা হয়েছে।
Leave a Reply