অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করতে ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলের পানিসীমায় মহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখা। একইসঙ্গে এই মহড়ার মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইহুদিবাদী ইসরাইল সরকারের নির্দয় ও পাশবিক নির্যাতনের নিন্দা জানানো হয়েছে।
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরে মহড়া চালিয়েছেন তার বাহিনীর নাবিকরা। তিনি বলেন, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক ও পূর্ব এশিয়ার আরো কয়েকটি দেশসহ গোটা মুসলিম বিশ্বের বিভিন্ন বন্দরে একই সময়ে নৌপ্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল তাংসিরি আরো বলেন, আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর ২,৭০০’র বেশি নৌযান এই প্যারেডে অংশ নিয়েছে। তিনি বৃহস্পতিবার তেহরানে আরো বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বের ১২০ দেশের জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে দেশটির পতাকা উত্তোলন করেছেন।এমনকি ব্রিটেন এবং ইউরোপীয় দেশগুলিতেও ফিলিস্তিনি পতাকা ওড়ানো হয়েছে।
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেন, ফিলিস্তিনি জনগণ নির্যাতিত হলেও আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদের অন্যরকম শক্তি রয়েছে। এ বছর বিশ্বব্যাপী ফিলিস্তিনি জনগণের প্রতি যে সমর্থন ও সংহতি প্রদর্শন করা হচ্ছে তা অভূতপূর্ব বলেও তিনি মন্তব্য করেন।