অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ অর্থোডক্স ইস্টার উপলক্ষে অন্তত ১৩০ ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে। রবিবার ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, সবাইকে প্রস্তুত করুন, খাবার ও পানি দিন। আহতদের পরীক্ষা করুন।
ভিডিওতে এক দল ইউক্রেনীয় বন্দিকে দেখানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে, অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
ভিডিওতে এক ওয়াগনার যোদ্ধাকে বলতে শোনা গেছে, আমি আশা করি আবার আমাদের হাতে আপনারা বন্দি হবেন না।
পরে তাদেরকে একটি ট্রাকে তোলা হয়। সঙ্গে কিছু পানির বোতলও দেওয়া হয়।
শতাধিক বন্দি, এদের কয়েকজনকে খোঁড়াতে দেখা গেছে। কয়েকজনকে স্ট্রেচারে নিয়ে গেছেন সহযোদ্ধারা।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ইস্টার বিনিময় উপলক্ষে ১৩০ জন ইউক্রেনীয় সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।
তবে কতজন রুশ সেনাকে ইউক্রেন মুক্তি দিয়েছে তা জানা যায়নি।
বাখমুতে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দিচ্ছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। শহরটির বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণের দাবি করছে ভাড়াটে বাহিনীটির। যদিও ইউক্রেন বারবার এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে।