অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে রামনবমীতে সহিংসতা নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’ তদন্তের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট।
সম্প্রতি রামনবমীতে সহিংসতার ঘটনায় আজ (বৃহস্পতিবার) কোলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সমন্বিত বেঞ্চ জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’ তদন্তের নির্দেশ দিয়ে বলেছে, আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এ সংক্রান্ত সমস্ত নথি ‘এনআইএ’কে হস্তান্তর করতে হবে।
হাইকোর্টের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় গোলযোগের ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ‘এনআইএ’কে দিয়ে তদন্তের দাবিতে তিনি হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, শুধু সুকান্ত বা শুভেন্দু নয়, বিজেপির যে কেউ একে স্বাগত জানাবে, নৃত্য করবে। তার কারণ হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি আসা মানেই বিজেপির চক্রান্ত ধামাচাপা পড়া। বিজেপি যেসব অপকীর্তি করছে, প্ররোচনা দিচ্ছে সেগুলো আড়াল হয়ে যাওয়া। ঠিক যেভাবে, সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠিত তোলাবাজ সে বিজেপিতে যাওয়ার পর সিবিআই আর ওকে দেখতে পায় না, বিজেপি ওকে চোর বলে না। কোলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন তার ভিত্তিতে সরাসরি আমাদের কোনও মন্তব্য নেই। কিন্তু এটা খুব পরিচিত প্লট যে, বিজেপি মানুষের কাছে জনবিচ্ছিন্ন হওয়ার পর সাম্প্রদায়িক উসকানি দেবে, গণ্ডগোল করবে্ মেরুকরণ করবে এবং এমন একটা অশান্তির প্লট তৈরি করবে যাতে ‘এনআইএ’কে আবাহন করে আনা সম্ভব হয়। ‘এনআইএ’ তদন্ত এসে যাওয়া মানে বিজেপির এই মুঙ্গের বাহিনীর রিভলবার হাতে নাচানাচি, অস্ত্র নিয়ে নাচানাচি, পবিত্র রমজানের উপবাসের সময় অন্য পাড়ায় গিয়ে পুলিশকে অবজ্ঞা করে হাঙ্গামা বাধানো, এগুলোতে কেন্দ্রীয় এজেন্সি আসা মানে ধামাচাপা পড়ে যাওয়া। সেই কারণে শুভেন্দু-সুকান্তরা নাচানাচি করছে বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।