অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদান থেকে চলে আসা বাংলাদেশিদের জেদ্দায় থাকার ব্যবস্থা করবে সৌদি আরব বলে জানিয়েছেন ঢাকায় ওই দেশের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
সোমবার (১ মে) সৌদি দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সৌদি সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের কাছে চিঠি দিয়েছেন।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে সুদান থেকে প্রায় ৭০০ বাংলাদেশিকে জেদ্দায় সরিয়ে নেওয়া হচ্ছে।
সৌদি রাষ্ট্রদূত আরও জানান, সুদান থেকে সৌদি ও অন্যান্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে সৌদি আরব।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ১০০ দেশের ৬ হাজার লোককে উদ্ধার করা হয়েছে। তাদের হোটেল, সামরিক ও বেসামরিক ভবনে রাখা হয়েছে। একইসঙ্গে তাদের ভিসা দেওয়া হয়েছে। সুদান থেকে আসা ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আমরা সহায়তা দিচ্ছি। যারা নিজ দেশে ফেরত যাচ্ছেন না, তাদের বিনা অর্থে সৌদি আরবে থাকার ব্যবস্থাও করা হচ্ছে।’
৫৮ হাজারের মতো সুদানিজ, যারা ওমরাহ অন্যান্য কাজে সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরও থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।