অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে, বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়নের তাগিদ দিয়েছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানী ঢাকার স্থানীয় একটি হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যসেবা শীর্ষক’ বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময়, স্বাস্থ্যসেবার মান বাড়াতে, তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের মত বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। ছোট্ট একটি দেশে এত বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত কঠিন হলেও, সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গবেষণার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা সবার দোর গোড়ায় পৌঁছে দিতে, উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। অনুন্নত দেশগুলোর স্বাস্থ্যসেবা বাড়াতে হলে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। এ সময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, করোনা মোকাবিলায় সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। দারিদ্যের হার ১৮.৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply