এম এ কবীর : ঝিনাইদহের কোটচাঁদপুরের সরকারি ৫টি বাওড় মৎস্যজীবীদের অনুকূলে ইজারা দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাওড় পাড়ের হালদার সম্প্রদায়ের মৎস্যজীবীরা।
এতে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বলুহর, জয়দিয়া, মর্জাদ, ফতেপুর ও কাঠগড়া এ ৫টি বাওড় পাড়ের কয়েক’শ হালদার সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ গ্রহন করেন। এসময় বলুহর মৎস্যজীবী সমিতির দলপতি নির্মল হালদার, সুধীর হালদারসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাওড়ে দীর্ঘ ৫৩ বছর মাছ ধরে হালদার সম্প্রদায়ের জেলেরা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সম্প্রতি বাওড়গুলো অন্যত্র ইজারা দেয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন তারা। তাই বাওড়গুলো তাদের অনুকূলে ইজারা দেয়ার দাবি করেন তারা। মানববন্ধন শেষে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।
Leave a Reply