এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা প্রশাসন এবং বিসিক এর উদ্যোগে ১০ দিন ব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে এক আলোচনা সভা ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রি ও সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর সভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান। এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক সহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাবৃন্দ। সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা চলবে আগামী ৪ জুন পর্যন্ত।