স্টাফ রিপোর্টার : জাতিয় সংসদ নির্বাচনের এখনও ছয় মাস বাকি থাকলেও ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বেশ আগে ভাগিই গণ-সংযোগ শুরু করে দিয়েছেন। তিনি ২৬ মে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশপুরের রঘুনাথপুর, পান্তপাড়া ও আজমপুরের বিভিন্ন গ্রামের হাটে-বাজারে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণ-সংযোগ করেন।
গণ-সংযোগ কালে তার সাথে ছিলেন আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম, আজমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফুল আলম দোলনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃ বৃন্দ।