অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আলোচনা অচল অবস্থার মুখে পড়েছে। হাঙ্গেরি এবং গ্রিসের বিরোধিতার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে।
দেশ দুটি বলছে, ইউক্রেনের তৈরি করা যুদ্ধের পৃষ্ঠপোষকদের তালিকা থেকে তাদের কোম্পানিগুলোর নাম সরিয়ে নিতে হবে।
কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পলিটিকো বলছে, এই নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে চলতি সপ্তাহে দুই দফা আলোচনা হয়েছে তবে এ নিয়ে কোনো সমঝোতা হয় নি। এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তৈরি করা একটি তালিকা যাতে হাঙ্গেরিসহ কিছু দেশের কয়েকটি কোম্পানিকে যুদ্ধের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইউরোপের বহু কোম্পানি রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথা নাকচ করেছে। এসব কোম্পানিকে যুদ্ধের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
ইউক্রেনের ন্যাশনাল এজেন্সি অন করাপশন প্রিভেনশন এই তালিকা করেছে যার মধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং অস্ট্রিয়ারও কয়েকটি কোম্পানি রয়েছে।
Leave a Reply