21 Nov 2024, 07:29 am

ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের মৃত্যুতে এমপি চঞ্চলসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ আতাউর রহমান আজ ৩ জুন শনিবার ভোর রাতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি—রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৯) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকালে কদমতলা ঈদগা মাঠে ডাঃ আতাউর রহমানের জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

জানাযা নামাযে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজান আলী, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানউল্লা হক, নেপা ইউনিয়ন আওয়াম ীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন আর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু, সাধারণ সম্পাদক আশাবুল আরাফ শিমুল, প্রভাষক মুকুল গাজিসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের মৃত্যুতে ঝিনাইদহ- ৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চলসহ বিভিন্ন সংগনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *