অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় ভাসছেন তালুকদার আব্দুল খালেক। সকাল সাড়ে ১০টায় নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে কেসিসির কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘জয়ের পেছনে তিনটি কারণ তিনি শনাক্ত করেছেন। দল-সংগঠন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ততা ও উন্নয়ন কাজ। সংগঠন ও কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল। আর খুলনাবাসীর উন্নয়নের প্রতি একটা সমর্থন ছিল। যার কারণেই আমি জয় পেয়েছি।’
তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে আমি বলেছিলাম ২০০-২৫০টি রাস্তাঘাট, ড্রেন, খালের কাজ চলমান। আগে এই কাজগুলো শেষ করবো।
খুলনা সিটির নবনির্বাচিত মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী নির্বাচিত কাউন্সিলদের সমন্বয় করে চলতে হবে। মেয়র তার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলবে। সিটি করপোরেশন চালানোর জন্য যারাই নির্বাচিত হয়েছেন তাদের মেয়রের সঙ্গে থেকেই করতে হবে।’
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনও ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। এবারই প্রথম খুলনা সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হয়। সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন ভোটাররা। প্রায় অনেক কেন্দ্রে ইভিএম ধীরগতিতে কাজ করেছে বলে অভিযোগ করেন ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
Leave a Reply