হরিণাকন্ডুু (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিাইদহের হরিণাকুন্ডু উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় পারিবারিক পুষ্টি বাগান বৃদ্ধি করণের লক্ষ্যে উদ্যোগ নিয়েেেছ সরকার। এতে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে ঠিক তেমনি অতিরিক্ত সবজি, ফল-মুল বিক্রি করে বাড়তি আয়ও হবে। এ লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও হরিণাকুন্ডু কৃষি অফিসের বাস্তবায়নে প্রান্তিক ২৪৪ জন কৃষকের মাঝে আম, কদবেল, লেবু, বারমাসি সজনা, পেয়ারাসহ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কৃষিবিদ হাফিজ হাসানের সভাপতিত্বে পুষ্টি বাগান বৃদ্ধির লক্ষ্যে চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়র্দ্দার।
Leave a Reply