স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কোটচাঁদপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন-তথ্য কেন্দ্রের কার্যক্রম অর্থনৈতিক অগ্রগতিতে নারীর ভুমিকা-প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে করনীয় এবং তথ্য আপা প্রকপ্লের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুন সোমবার বিকালে উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে দোড়া ইউনিয়নের ভোমরা ডাঙ্গা গ্রামে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পলিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন নেছা মিকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগম, দোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, দোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
এর পুর্বে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের প্রনোদনা কর্মসূচির আওতায় বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলার ১২শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের দেওয়া বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
Leave a Reply