January 5, 2026, 4:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড়ে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ জাতীয় শিক্ষাক্রমের নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিচারক-আইনজীবী-বিচারপ্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের কথা বললেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ; বাতিল ৭২৩ :  নির্বাচন কমিশন   ঝিনাইদহের শৈলকুপায় ব্রীজের রেলিং ভেঙে ট্রাক নদীতে ; দু’জন নিহত জামিন পেলেন পুলিশকে হুমকি দেওয়া হবিগঞ্জের বৈষম্যবিরোধী ভাইরাল নেতা যশোরে গুলি করে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার মাদুরোকে নেয়া হলো নিউইয়র্কে ; রাখা হবে ডিটেনশন সেন্টারে ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট ; তিনি মাদুরো : ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজার ওপর ১৬ বছরের অবরোধ ; ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল ১৬ বছর ধরে যে অবরোধ দিয়ে রেখেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে একটি অভিযোগ দায়ের করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

চলমান অবরোধের নামে গাজার লোকজনের ওপর ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধাপরাধ করেছে তা নিয়ে হামাসের আইনপ্রণেতারা এই অভিযোগ দায়ের করেন। বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (মঙ্গলবার) এ খবর দিয়েছে।

হামাসের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই অভিযোগ দায়ের করবেন ফ্রান্সের আইনজীবী জিল দিউভার। অভিযোগ দায়ের সম্পর্কে গাজা উপত্যকার মানবাধিকার কমিটির প্রধান হুদা নাইম বলেন, “আমরা উপনিবেশবাদী, অপরাধী ও দখলদার ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ লড়াইয়ে রয়েছি এবং আইনগত লড়াই হচ্ছে অন্যতম প্রধান হাতিয়ার। দখলদার ইসরাইলের অস্তিত্ব নির্ভর করে তার সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন ও মদদের ওপর। আইসিসিতে দায়ের করা এই অভিযোগের কারণে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের অধিকারকে মারাত্মকভাবে লঙ্ঘন করার ঘটনা বিশেষ করে গাজার ওপর অবরোধ দেয়ার বিষয়টিকে অপরাধ হিসেবে তুলে ধরা সহজ হবে।”

ফিলিস্তিনের এ কর্মকর্তা বলেন, “ফিলিস্তিনিদের অবস্থান শক্তিশালী করতে, দখলদার ইসরাইলের ফ্যাসিবাদী চরিত্র এবং তাদের অপরাধগুলোকে আন্তর্জাতিক জনমতের সামনে তুলে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিশেষ প্রয়োজন রয়েছে।”

২০০৭ সাল থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে। এর ফলে সেখানকার জনগণ মারাত্মক কষ্টের ভেতর দিয়ে দিন পার করছে। বছরের পর বছর গাজা উপত্যকার ওপর এভাবে অবরোধ দিয়ে রাখলেও আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে নিরব রয়েছে। অথচ তারা মানবতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করে।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page