অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রের মুখে খামারি দুই আত্মীয়কে জিম্মি করে ৭টি গরু নিয়ে গেছে ডাকাতদল। এতে খামারির ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৮ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে ভোলাকোট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর সদস্য (মেম্বার) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোর ৪টার দিকে একই ইউনিয়নের টিউরি গ্রামে শেখ ফরিদের খামারে ডাকাত দল হানা দেয়। এসময় ডাকাতদল নাঈম ও নাজিম নামে তার দুই আত্মীয়কে অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত খামারি শেখ ফরিদ সাংবাদিকদের জানান, বাড়ির পাশেই তার খামারে ১৯টি গরু ছিল। এরমধ্যে কোরবানির জন্য তিনি ৭টি গরু বিক্রি করেছেন। তবে ক্রেতারার গরুগুলো ঈদের দিন সকালে নিয়ে যাবেন বলে খামারে লালন-পালনের জন্য রেখে যান। মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি খামারেই ছিলেন। পরে তিনি নাঈম ও নাজিম নামে দুই আত্মীয়কে রেখে বাসায় চলে যান। এর এক ঘণ্টা পর গাড়িতে করে ১০-১২ জনের ডাকাতদল খামারে হানা দেয়। এসময় নাঈম ও নাজিমকে অস্ত্রের মুখে জিম্মি করে গরুগুলো গাড়িতে তুলে নিয়ে যান তারা। খামার থেকে ফরিদের একটি মোবাইলফোনও নিয়ে যান তারা।
ভোলাকোট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান বলেন, ফরিদের ৭টি গরু দুর্বৃত্তরা নিয়ে গেছে। তবে ফরিদ বিষয়টি আমাদেরকে জানায়নি। ঘটনাটি ফরিদ থানা পুলিশকে জানিয়েছে।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।